Translate

Wikipedia

Search results

Powered by Blogger.

Friday, 13 May 2016

set off (সেট অফ) কী

সেট অফ(set off) কী?
সেট অফ বলতে বুঝি কোন দাবীর বিরুদ্ধে উপস্থাপিত আরেকটি দাবী। এটা সাধারণত মূল দাবীদার বিরুদ্ধে দাড় করানো হয়। যখন কোন বাদী কারও বিরুদ্ধে কোন টাকা আদায়ের উদ্দেশ্য মামলা করে বিবাদী যদি বাদীর বিরুদ্ধে অনুরুপ টাকা প্রাপ্তির কোন দাবী উত্থাপন করে তাহলে বিবাদীর এই দাবীর টাকা বাদীর দাবীর বিরুদ্ধে set off করতে পারে । উদাহরণঃ  x , y এর বিরুদ্ধে 1000000/ টাকা ক্ষতিপূরনের মামলা করলে yও x এর বিরুদ্ধে 15000/টাকা পেত দাবি করে জবাব দেয়।
শর্তাবলীঃদেওয়ানী কার্যবিধির ৮নং আদেশের ৬নং বিধি অনুযায়ী দাবী সমন্বয় এর ক্ষেত্রে নিম্মলিখিত শর্তগুলো পূরন করতে হবে:
১) বাদীর নিকট থেকে বিবাদীর প্রাপ্য বাবদ যে টাকা সেট অফের মাধ্যমে দাবী করা হয় তা অবশ্যই নির্ধারিত হবে।
২) মামলাটি অবশ্যই টাকা আদায়ের মামলা হবে।
৩) বিবাদীর প্রাপ্য আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে হতে হবে।
৪) বাদীর নিকট বিবাদীর প্রাপ্য আইনত আদায়যোগ্য হতে হবে।
৫) মামলার প্রথম শুনানির সময়েই সেট অফের দাবী করতে হবে , যদি না আদালত কর্তৃক পরে করার অনুমতি দেওয়া হয়।

Read more...

বাংলাদেশের আইন ব্যবস্থা

Lorem ipsum

Dolor sit amet

About Me

বাংলাদেশের আইন ব্যবস্থা © Layout By Hugo Meira.

TOPO