Translate

Wikipedia

Search results

Powered by Blogger.

Wednesday, 11 May 2016

Natural Justice

Natural Justice:
                         ″The concept of natural justice cannot be confined to any precise definition. It is not justice in the abstract or normal sense and is not even justice according to natural Law. The essential feature of the principle of natural Justice is simply that no person shall be deprived of nay vested right by any order, Judicial or otherwise, without a hearing before an independent authority, not interested in the proceeding or in any party to the proceeding.″
31 DLR (AD) 272, Bangladesh Steamer Association Vs Bangladesh.
অর্থাৎ কোন সীদ্ধান্ত স্বাভাবিক ন্যায় বিচারের নিয়ম বিরোধী হইলে তাহা ক্ষমতা বহির্ভূত হিসাবে বাতিল হয়। এই সম্পর্কে আইনের পরিভাষায় দুইটি প্রবচব আছে। প্রথমটি, পক্ষপাত বিরোধী নিয়ম অর্থাৎ বিচারকের পক্ষে নিরপেক্ষ বিচারের মান লঙ্ঘন করার বিরুদ্ধে nemo judex in cause sua অথবা nemo judex in propria cause অথবা (অর্থাৎ কোন ব্যক্তি নিজের মামলার বিচারক হইতে পারেন না)। প্রবচন হইতে উৎপত্তি। ইহার অর্থ হইতেছে কোন সিদ্ধান্তই ন্যায় হউক না কেন তা অসিদ্ধ হইবে যদি তিনি তাহা করিয়াছেন ঐ সিদ্ধান্তের ফলাফলে তাহার কোন আর্থিক বা অন্য কোন স্বার্থ থাকে অথবা জ্ঞাত কোন পক্ষপাত থাকে যাহার দ্বারা নিরপেক্ষতা ক্ষুন্ন হয়।
দ্বিতীয় নিয়মটি, audi alterem partem(অর্থাৎ অপর পক্ষের বক্তব্য শোনা) হিসাবে পরিচিত। যতক্ষণ পর্যন্ত না কোন সিদ্ধান্তের দ্বারা সরাসরি প্রভাবিত ব্যক্তিকে তাহার বক্তব্য বলিবার এবং অপর পক্ষের বক্তব্য জানিবার এবং তাহা খন্ডন করিবার ন্যায্য সুযোগ দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সেই সিদ্ধান্ত বলবৎযোগ্য হইবে না।
সূত্র: রীট পিটিশন নং-৯৭৯২/২০০৭ (বিচারক: মাননীয় বিচারপতি শেখ মো: জাকির হোসেন)

Seja o primeiro a comentar

Post a Comment

বাংলাদেশের আইন ব্যবস্থা

Lorem ipsum

Dolor sit amet

About Me

বাংলাদেশের আইন ব্যবস্থা © Layout By Hugo Meira.

TOPO